শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

নোয়াখালীর ঘটনা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ : নেজামে ইসলাম পার্টি

দেশজুড়ে আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ বলে অভিহিত করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ গনমাধ্যমে প্রেরিত এক যৌথবিবৃতিতে তাঁরা এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ধর্মীয় অনুশাসন, নীতি-নৈতিকতার শিক্ষার অভাবেই আজ দেশ এমন সর্বগ্রাসী অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। আজ ছাত্রলীগ-যুবলীগসহ বখাটে যুবকরা সারাদেশের মা-বোন এবং অভিভাবকদের জন্য জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কোনও বিকল্প নেই।

নেতৃদ্বয় আরো বলেন, একের পর এক ধর্ষণের ঘটনায় দেশ আজ এক ঘোর অমানিশায় আচ্ছন্ন। এ থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্রকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের সর্বত্র ধর্মীয় অনুশাসনের চর্চা বাড়াতে হবে। ধর্ষণ ও অশ্লীলতা রোধে ধর্মীয় সচেতনতা, মানবিক বোধ, সুস্থ সংস্কৃতির বিকাশে সবার এগিয়ে আসা উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img