শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বেফাকের বৈঠক চলছে

বহুল কাঙ্ক্ষিত দেশর কওমী মাদরাসারগুলোর সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আমেলার বৈঠক চলছে।

যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে সকাল ১০টা থেকে বৈঠক শুরু হয়। এতে অংশগ্রহণ করেছেন আমেলার সদস্যগণ।

বৈঠকে উপস্থিত আছেন আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম জেহাদী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

এবারের আমেলা বৈঠকটিকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করা হবে এই বৈঠকে।

এছাড়াও এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার কথা রয়েছে বিতর্কিত মহাসচিব ও ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুসের।

বেফাকের প্রায় ১৫ বছরের সভাপতি ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। তাঁর মৃত্যুতে শূন্য হয়ে যায় এই পদটি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img