শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফ্রান্সে রাসূল (সা.) এর অবমাননার প্রতিবাদে ঢাকায় ছাত্র জমিয়তের মানববন্ধন

ফ্রান্সে বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন দেয়ালে দেয়ালে প্রদর্শন, ধারাবাহিকভাবে ইসলামবিদ্বেষী পদক্ষেপ এবং মুসলমানদের হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজধানী ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ রবিবার (২৫ অক্টোবর) বাদ আসর ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর ভাটারা থানার নেতৃবৃন্দ এ মানববন্ধন পালন করেন।

ভাটারা থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমজাদ আফসারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ।

ফ্রান্সে রাসূল (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের তীব্র সমালোচনা করে তিনি বলেন, অভিশপ্ত ফ্রান্সের কয়েকটি সরকারী ভবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শন করে রক্তাক্ত করা হচ্ছে দুইশত কোটি মুসলিম উম্মাহ’র হৃদয়। যারা রাসূলের শত্রু তারা আল্লাহর শত্রু এবং শান্তিকামী মানবতার শত্রু। অনতিবিলম্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে।

নূর হোসাইন সবুজ বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা বিশ্ববাসীরকে উদাত্ত আহ্বান জানাবো ঈমানী দায়িত্ব হিসেবে ফ্রান্সের পণ্য বর্জন করুন।

বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্রান্সের পণ্য নিষিদ্ধ করে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর নিন্দা জানাতে হবে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ইসলামবিদ্বেষী তৎপরতার তীব্র প্রতিবাদ জানাতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর অর্থ সম্পাদক মাহদী হাসান, মতিউর রহমান, ইব্রাহিম ইসলাম মুন্না, ইউসুফ কামাল, আবু রায়হান, তরিকুল ইসলাম, দেলোয়ার হোসাইন, সাইফুল ইসলাম, তাওহীদুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img