শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মধ্যরাতে অ্যাডমিরালদের এহেন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না: এরদোগান

তুরস্কের সাবেক অ্যাডমিরালদের তথাকথিত দাবি নিয়ে সাম্প্রতিক খোলা চিঠি দেওয়াকে ‘রাজনৈতিক অভ্যুত্থানের’ আভাস বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, ঘোষণাপত্র প্রকাশ করা সাবেক অ্যাডমিরালদের কাজ না। তাদের এই খোলা চিঠি রাজনৈতিক অভ্যুত্থানেরই আভাস দিচ্ছে।

সোমবার (৫ এপ্রিল) তিনি এসব কথা বলেছেন বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।

এরদোগান বলেন, যে দেশের ইতিহাসের পুরোটাই অভ্যুত্থান আর বিবৃতিতে ভরা, সেই দেশে মধ্যরাতে ১০৪ সাবেক জেনারেলের এহেন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেন, এসব অ্যাডমিরালদের জানা উচিত যে, আমাদের জাতি ও তার প্রতিনিধিরা কখনো এ ধরনের মানসিকতাকে আশ্রয় দেবে না।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতেই এই চিঠি প্রকাশ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img