শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বারিধারা মাদরাসার মুহতামীম হলেন মুফতী মনির হোসাইন কাসেমী

রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামীম হিসেবে মুফতী মনির হোসাইন কাসেমীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম হিসেবে মাওলানা মাসউদ আহমদকে মনোনিত করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জামিয়ার শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে জামিয়ার মুহাদ্দিস মাওলানা হিদায়াতুল্লাহ বলেন, গতকাল মজলিসে শূরার বৈঠকে জামিয়ার পরিচালনার জন্য এর আগে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি বিলুপ্ত করে মুফতী মনির হোসাইন কাসেমীকে মুহতামিম এবং মাওলানা মাসউদ আহমদকে নায়েবে মুহতামিমের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এছাড়া মজলিসে শূরার বৈঠকে বিগত বছরের আয়-ব্যয় ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং কয়েকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এর আগে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন মাদরাসাটির মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তার ইন্তেকারের পর অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির মাধ্যমে চলছিলো মাদরাসা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img