শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

টিকা দেওয়ার নামে বাসায় ঢুকে নারীদের শ্লীলতাহানি করেন গাইনি ‘চিকিৎসক’!

চট্টগ্রামে গাইনি চিকিৎসক পরিচয়ে টিকা দেওয়ার নাম করে নারীদের শ্লীলতাহানির দায়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃত রাশেদ নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি এলাকায় একটি বাসায় প্রবেশ করেন। পুরুষশূন্য ওই বাসায় ঢুকে নারীদের স্পর্শকাতর নানা প্রশ্ন করে বিব্রত করতে থাকেন। পরে তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা চালান কথিত চিকিৎসক রাশেদ। পরে হয়রানির শিকার নারীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে রাশেদকে আটক করে পুলিশে তুলে দেয় বলে জানান সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মুহসিন।

এ ঘটনায় হয়রানির শিকার এক নারী বাদী হয়ে কোতোয়ালি থানায় রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img