শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন

দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। ক্ষমতা গ্রহণের পরই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। তারপরও আমেরিকা ও ব্রিটেনের হয়ে কাজ করে যাওয়া আফগান নাগরিকরা দেশ ছাড়তে উদগ্রিব। এমন সময় আফগান নাগরিকদের ব্রিটেনে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশটির দোভাষীরা।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বছর ৫ হাজার আফগান ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img