শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফিলিস্তিনে ইসরাইল দখলদারিত্ব চালাচ্ছে: আমেরিকা

ইসরাইল যেভাবে ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে তা প্রকৃতপক্ষে দখলদারিত্ব বলে মন্তব্য করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, বহু দশক ধরে পূর্ববর্তী মাকিন প্রশাসনগুলো এ দ্বিপাক্ষিক (ইরাইল ও ফিলিস্তিন) বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। কিন্তু ইসরাইলপন্থী ট্রাম্পের আমলে অত্যন্ত রূঢ়ভাবে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ‘ইসরাইল ও অধিকৃত ভূ-খণ্ডগুলোর পরিবর্তে লেখা হয়েছে ইসরাইল, পশ্চিম তীর ও গাজা। এর মাধ্যমে ইসরাইলের দখলদারিত্বকে স্বীকার করা হয়নি।

এর আগে ট্রাম্পের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও পূর্ববর্তী নজির ভঙ্গ করে পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নাগরিকদের জন্য দখলকরে তৈরি করা ইহুদি বসতিতে সফর করতে যান।

ওই সময় তিনি বলেন, সার্বিকভাবে আন্তর্জাতিক ঐক্যমত্য অনুসারে পশ্চিম তীরের ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলা হচ্ছে। কিন্তু তিনি এ ব্যাপারে একমত নন। তার দাবি ছিল, পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বৈধ। তিনি ট্রাম্পের সাথে মিলে ইসরাইলকে এ ইঙ্গিত দেন যে ফিলিস্তিনিদের ভূমি দখলে কোনো বাধা নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img