শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মালিতে বিমান হামলা চালিয়ে ১৯ জন নিরীহ মানুষকে হত্যা করল ফ্রান্স

চলতি বছরের শুরুর দিকে আফ্রিকার দেশ মালিতে বিমান হামলা চালিয়ে ১৯ জন বেসামরিক নিরীহ মানুষকে হত্যা করেছে ফ্রান্সের সেনা বাহিনী।

জাতিসংঘ প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মালির মধ্যাঞ্চলীয় একটি প্রত্যন্ত গ্রামে গত ৩ জানুয়ারি বিমান হামলা চালায় ফরাসি বাহিনী।

ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করে মালিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা)। ১১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বাউন্টি নামে ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে ফরাসিরা বেসামরিক নাগরিকদের হত্যা করে।

তবে কোন প্রমাণ দিতে না পারলেও এ অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img