শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সমাজের সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলেই মানবতা মুক্তি পাবে: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিশ্ববিদ্যালয় বিভাগ কর্তৃক আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে “সমাজের সর্বস্তরে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবর (৫মার্চ) রাজধানীর পুরানা পল্টন ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, সত্য ও মানবতার পক্ষে সীসা ঢালা প্রাচীরের ন্যায় বুকটান করে দাঁড়াবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো ইসলামী সমাজ বিনির্মাণে সমাজকর্মী তৈরীর কারখানা। আদর্শ ইসলামী সমাজ গড়ার জন্য যে ত্যাগী, যোগ্য কর্মীর প্রয়োজন সেই প্রশিক্ষিত কর্মীবাহিনী তৈরি করতে চায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

তিনি বলেন, আজ পৃথিবীজুড়ে মানবতা ভূলুণ্ঠিত। আর মানবতা তখনই বিজয়ী হবে যখন আল্লাহর দ্বীন বিজয় হবে। সমাজের সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলেই মানবতার মুক্তি হবে এবং মানুষ ফিরে পাবে প্রকৃত কল্যাণ। তাই আসুন হাতে হাত রেখে নিজেদেরকে বিজয়ের সৈনিক হিসেবে গড়ে তুলি এবং একতাবদ্ধ হয়ে সত্যের মশাল তুলে নেই ।

কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোশাররফ হুসাইন লাবীব এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন , সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img