শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হেফাজতের সহকারী মহাসচিব মুফতী রহিমুল্লাহ ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী লালপোল সুলতানিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী মুহাম্মদ রহিমুল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১:৫০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্তিকালের সময় মুফতী রহিমুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা সন্তান রেখে যান।

নামাযে জানাযা আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে মরহুম মুফতী রহিমুল্লাহর প্রতিষ্ঠিত ফেনীর সোনাগাজী উপজেলাস্থ ধলিয়া গুনক মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুফতী রহিমুল্লাহ গতকাল হাতিয়া সফররত অবস্থায় ঠাণ্ডাজণিত রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল রাজধানী ঢাকার বনশ্রী ইয়ামাগাত ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকলে আজ তাঁকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই তিনি রাতে ইন্তিকাল করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img