শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন কেটে গেছে: তুর্কি রাষ্ট্রদূত

বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন কেটে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

তিনি বলেন, আঙ্কারায় সামরিক অভ্যুত্থানের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় অবস্থান এবং রোহিঙ্গা সংকট এক্ষেত্রে প্রভাবক ছিল। দু’দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হলে সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ তুর্কি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভাল। দ্বিপাক্ষিক বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়িয়েছে, রাজনৈতিক বোঝাপড়াও স্পষ্ট। তবে ঢাকা- আঙ্কারা সম্পর্ক এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

ধারণা করা হচ্ছে, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য যেভাবে বাড়ছে, তা দ্রুতই আরও দৃঢ় হবে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে বাণিজ্যিকভাবে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে।

তিনি বলেন, সেনা অভ্যুত্থান চেষ্টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম প্রেসিডেন্ট এরদোগানকে চিঠি লিখেছিলেন। এ ছাড়া এতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি যে মহৎ কাজ করেছেন, সেটিও বিশাল ব্যাপার। কোনো ইস্যুই বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img