শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে ২০ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এরদোগান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে ২০ দেশের নেতাদের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আমি ২০ দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। এই প্রচেষ্টা জারি রেখেছি। এই যুদ্ধ বন্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছি।

মঙ্গলবার বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এরদোগান এসব কথা জানান।

এরদোগান বলেন, চলমান যুদ্ধ বন্ধে সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে ২০ লক্ষাধিক মানুষ। গত ১৪ দিনে ইউক্রেনের ৪৭৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আর ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে ১২ সহস্রাধিক ইউক্রেনের সেনা নিহত হয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছে তুরস্ক। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে আঙ্কারার।

সূত্র : ইয়ানি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img