শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য কাতারে সামরিক ঘাঁটি করতে চায় ন্যাটো

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সেনারা সরে আসার পর দেশটির সেনাদের প্রশিক্ষণের জন্য কাতারের কাছে একটি সামরিক ঘাঁটি চেয়েছে দা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।

বুধবার (১৬ জুন) কাতারে আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য সামরিক ঘাঁটি নির্ধারণে কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা চলছে বলে জানান ন্যাটো কর্মকর্তারা।

কাবুলে নিযুক্ত ন্যাটোর পশ্চিমাঞ্চলীয় এক সিনিয়র কর্মকর্তা বলেন, কাতারে আফগান বাহিনীর সিনিয়র সেনা সদস্যদের এক্সক্লুসিভ প্রশিক্ষণ ক্ষেত্র নির্ধারণে রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

তবে ওয়াশিংটন ভিত্তিক একটি সংবাদমাধ্যমে বলা হয়, তারা কাতারের কাছে একটি প্রস্তাবনা পেশ করেছে। এখন ন্যাটো তাদের ভূমিকে সেনা প্রশিক্ষণের ঘাঁটি হিসেবে ব্যবহার করলে কোনো আপত্তি আছে কি না তার সিদ্ধান্ত সম্পূর্ণ কাতারের উপর।

এর আগে ন্যাটোর সেক্রেটারি-জেনারেল জেনস স্টলটেনবার্গ একটি বিবৃতিতে বলেছিলেন যে, যুদ্ধবিধ্বস্ত আফগানে গত এপ্রিল থেকে শুরু হওয়া সেনা প্রত্যাহার কার্যক্রম ভালোভাবেই চলছে। বরং সমন্বিত ও সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের প্রত্যাহার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, কাতার সম্প্রতি ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সাথে তালেবানের বৈঠকের আয়োজন করে। এমনকি সে দেশে নিজেদের অফিসও খুলে আফগান তালেবানরা। ২০১৩ সাল থেকে তাদের অফিস কার্যক্রম কাতার থেকে পরিচালিত হয়ে আসছে বলে জানা যায়।

মূলত, কাতারের মধ্যস্থতাতেই বিশ্বাসঘাতক ও সন্ত্রাসবাদে মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয় তারা। ফলশ্রুতিতে ২০২০ এর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কপালে জুটে পরাজয়সহ সকল সেনা প্রত্যাহারের শর্তে তালেবানদের সাথে শান্তি চুক্তি।

আমেরিকার জন্য আফগানিস্তান ছিলো দীর্ঘদিনের ভয়াবহ স্থায়ী সংঘাত ক্ষেত্র। সোনালী স্বপ্নে বিভোর হয়ে সন্ত্রাসী কার্যক্রমে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও আফগানিস্তান তাদের কাছে আজো এক দুঃস্বপ্ন ও দুর্বোধ্য ধাঁধা হিসেবেই থেকে যায়।

বিলিয়ন বিলিয়ন ডলার, অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রের ক্ষয়ক্ষতির পাশাপাশি আফগান মৃত্যুকূপে হারিয়েছে নিজেদের হাজার হাজার মার্কিন সেনা। ২০ বছর অতিক্রান্ত হলেও অদম্য তালেবানরা তাদের লড়াই না থামিয়ে আরও বেগবান হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img