শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মুসলিম শিক্ষার্থীদের ওপর থেকে হিজাব নিষেধাজ্ঞা তুলে নিলো উজবেকিস্তান

উজবেকিস্তানে মুসলিম শিক্ষার্থীদের ওপর থেকে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে হিজাব ব্যবহার করে থুতনি ঢাকার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম। তবে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৩ দশকে ধর্মীয় রীতিনীতি পালনে কঠোর বিধি-নিষেধ আরোপ করে রেখেছে দেশটির কর্তৃত্ববাদী সরকার।

দেশটির শিক্ষামন্ত্রী শেরজদ শেরমাতভ বলেন, বহু সংখ্যক অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদেরকে সাদা অথবা হালকা রংয়ের হিজাব পরার বিষয়টি অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষার্থীদের ধর্ম নিরপেক্ষ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য এ সিদ্ধান্ত প্রয়োজন ছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img