শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বুধবার রাতে ‘ব্লাড মুন’ দেখা যাবে আকাশে

দুই বছর পর আগামী বুধবার (২৬ মে) এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। এদিন চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গেই রাতের আকাশে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’।

অন্য পাঁচটা দিনের চেয়ে চাঁদকে বেশ বড়ই লাগবে এদিন। সঙ্গে কালচে লাল একটা আভা থাকবে। এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি চন্দ্রগ্রহণ হয়েছিল।

চাঁদ কালচে লাল হওয়ার কারণে জ্যোতির্বিদরা সেটিকে ‘ব্লাড মুন’ বলে থাকেন। আর চাঁদ পৃথিবীর কাছে এসে পড়ার জন্য চাঁদকে বড় লাগলে তাকে বলা হয় ‘সুপার মুন’। একই সঙ্গে দুইয়ের সমাহার হওয়ায় জ্যোতির্বিদ্যার ভাষায় বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’।

আকাশ পরিষ্কার থাকলে বুধবার সন্ধ্যাতেই এই দশকের চাঁদের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ মিলবে। বাংলাদেশ থেকেও যা দেখা যাবে। তবে একই দিন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা। তাই আকাশ কতটা পরিষ্কার থাকে তা নিয়ে রয়েছে সংশয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img