শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাশিয়ার হামলায় বাস্তুচ্যুত ক্রিমিয়ার তাতার মুসলিমদের আশ্রয় দিচ্ছে তুরস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত ক্রিমিয়ার তাতার মুসলিমদের আশ্রয় দিচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ১২০ জন শিশু সহ ২০৪ জনের তাতার মুসলিমদের একটি দলকে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কির্কলারেলির আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

আনাদোলু এজেন্সির সাথে আলাপের সময়, তাতার মুসলিমরা আশ্রয় দেওয়ার তুর্কিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও রাশিয়ার হামলা থেকে বাঁচতে অনেক ইউক্রেনের নাগরিক তুরস্কে আশ্রয় নিচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আজ হামলার ১৩তম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১১ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভাষ্যমতে, এ যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে পারেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img