শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সরকার আর কোন তালিবান যোদ্ধাকে মুক্তি দেবে না: মার্কিন মদদপুষ্ট কাবুল সরকার

মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা হামদুল্লাহ মুহিব জানান, শান্তি চুক্তির অংশ হিসাবে যে ৬০০ জন তালিবান যোদ্ধাকে মুক্তি দেওয়া হয়েছিল, তাদের পুনরায় আটক করা হয়েছে। তার দাবি, তালেবানের এসব যোদ্ধারা মুক্তি পেয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে আফগান সরকার ও সাধারণ জনগণের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘ইউএস-তালিবান’ চুক্তির আওতায় মার্কিন মদদপুষ্ট আফগান সরকার, ১০০০ নিরাপত্তা সদস্যের মুক্তির বিনিময়ে ৫০০০ এর বেশি তালিবান যোদ্ধাদের মুক্তি দেয়। এই বন্দি বিনিময় দীর্ঘ প্রতীক্ষিত আফগান সরকার ও তালিবানদের মধ্যে শান্তি ও সৌহার্দের পথ উন্মোচিত করে।

তবে, পরামর্শদাতা মুহিব দাবি করেন, মুক্তিপ্রাপ্ত তালিবানরা শান্তি উদ্যোগে কোন ভূমিকা রাখেনি, তাদের দেয়া প্রতিশ্রুতি ছিল যে তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে না, তা না করে, তারা যুদ্ধক্ষেত্রে তালিবানদের পাশাপাশি আবারো যুদ্ধে জড়িত হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সরকার আর কোন তালিবান যোদ্ধাকে মুক্তি দেবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img