শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে ফিলিস্তিনী যুবককে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে ওই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনের চিকিৎসা সূত্র জানিয়েছে, নাবলুস শহরের পূর্বে শরণার্থী শিবিরে হামলার পর ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের গুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রাফিদা সরকারি হাসপাতালে আনাদোলু এজেন্সিকে জানিয়েছে যে একজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছিলেন, কিন্তু তিনি প্রাণ হারান।

এদিকে, কয়েকজন প্রত্যক্ষদর্শী আনাদোলু এজেন্সিকে বলেন, ফিলিস্তিনিদের গ্রেপ্তার করতে ইসরায়েলি সৈন্যরা বালাতা ক্যাম্পে হামলা চালায়, ফলে শরণার্থী শিবিরে বেশ কয়েকজন যুবকের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

তারা আরো বলেন, ইসরায়েলি সৈন্যরা লাইভ বুলেট এবং টিয়ার গ্যাসের ক্যানিস্টার ব্যবহার করেছে, আর যুবকরা ইসরাইলি বাহিনীকে পাথর ছুড়ে প্রতিরোধ করছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা ফিলিস্তিনিদেরকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করতে এলে এ সংঘর্ষ শুরু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img