শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মহামারী থামাতে টিকা যথেষ্ট নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, মহামারী থামাতে টিকা যথেষ্ট নয়। করোনার টিকা নিজে থেকে মহামারী থামিয়ে দেবে না। আমাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়।

সোমবার (১৬ নভেম্বর) ডাব্লিউএইচও প্রধান এসব কথা বলেন।

তিনি জানান, সকলকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়া হবে না। প্রথমে বয়স্ক ব্যক্তি, অসুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। ধীরে ধীরে তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এবং কাজটি করতে বহু সময় লাগবে। ফলে এখনই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।

এদিকে সংস্থাটির সদর দফতরে পৌছে গেছে করোনাভাইরাস। সোমবার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ।

মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দফতরেও তার প্রভাব পড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img