শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব সরকার প্রধান। তিনি যতটা গণমাধ্যমবান্ধব ততটা আর কেউ নন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছেন। অতীতে কেউ বিপর্যস্ত সাংবাদিকদের কল্যাণে এভাবে এগিয়ে আসেননি যেভাবে তিনি করোনাকালে অর্থ সহায়তা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে রাজধানীর পল্টনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রের জন্য গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়। ফলে আমরা যারা সরকারে থাকি, রাষ্ট্রের দায়িত্বে থাকি, তারা সঠিক কাজটি করার সুযোগ পাই। গণমাধ্যমে সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র সামনে নিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকে বিকশিত হতে হবে সমাজ, রাষ্ট্র, দেশ ও মানুষের কল্যাণে। যত বেশি মত, তত বেশি পথ হবে। গণমাধ্যম যত মুক্তি চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে তত বেশি আমাদের চিন্তার জগৎ উন্মোচিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img