শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছে সরকারি কর্মচারীরাও

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী নেপিডো ও সাবেক রাজধানী ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

সেনাশাসনের বিরুদ্ধে চলমান অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী নেপিডোতে বুধবার শত শত সরকারি কর্মী মিছিল করেছেন। পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের এক দল পুলিশকে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে। তাদের পোশাকে লেখা ছিল ‘আমরা একনায়কতন্ত্র চাই না’।

এর আগে মঙ্গলবার রাজধানীতে সেনাবাহিনী সহিংসতা চালিয়েছে। সেনা সদস্যরা নেপিডোর একটি ক্লিনিকের দখল নেয়। সেখানে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো বলে জানিয়েছেন এক চিকিৎসক।

আরেক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার নেপিডোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধে এক নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এছাড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হওয়া আরও কয়েকজন বিক্ষোভকারীরও চিকিৎসা চলছে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img