শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আশরাফ গনির রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আবুধাবি

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সহযোগিদের রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আবুধাবি কর্তৃপক্ষ।

রোববার (২৮ নভেম্বর) এক টুইটবার্তায় তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কালচারাল কমিশনের সদস্য আহমদুল্লাহ ওয়াসিক এ তথ্য জানান।

তবে আশরাফ গনি ও তার সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টুইটবার্তায় আহমদুল্লাহ ওয়াসিক বলেন, সংযুক্ত আরব আমিরাত আশরাফ গনি প্রশাসনের সকল কর্মকর্তার রাজনৈতিক তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা দুবাই ও অন্য শহরগুলোতে বাস করছেন। এই নিষেধাজ্ঞায় আশরাফ গনি ও তার দুই সহযোগী আতা মোহাম্মদ নুর ও হামদু্ল্লাহ মুহিবও রয়েছেন।

এদিকে তালেবানের মুখপাত্র মুফতী ইনামুল্লাহ সামানগানি বলেছেন, এই বিষয়ে তালেবান ও আমিরাতের সরকারের মধ্যে সরাসরি কোনো আলাপ হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্বের দেশগুলো অনুধাবন করতে পেরেছে যে আফগানিস্তানে কিভাবে অগ্রসর হতে হবে এবং তারা তাদের দেশে কাউকেই রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেবে না। কিন্তু এই বিষয়ে আমিরাত আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img