শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার অবশ্যই অবসান হতে হবে: চীন

আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবসানে জোরালো তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন,আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত শিগগিরই সম্ভব অবসান ঘটাতে হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) জি২০ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান অবশ্যই ঘটাতে হবে। আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির সম্পদ আর সেগুলো দেশটির জনগণের জন্য ব্যবহার হতে দেওয়া উচিত। এগুলো কোনও ভাবেই আফগানিস্তানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে দেওয়া উচিত হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img