শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তালেবানকে স্বীকৃতি দিতে পারে আমেরিকা: মার্কিন কংগ্রেসম্যান

ভষ্যিতে আমেরিকা তালেবানকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশটির ডেমোক্রেটিক দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ও প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স।

তিনি বলেন, তালেবান কর্তৃপক্ষ যদি মানবাধিকারের প্রতি সম্মান দেখায় তবে তাদেরকে স্বীকৃতি দেয়া দরকার। এ সময় তিনি ভিয়েতনামের উদাহরণও দেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।

মার্কিন এই কংগ্রেসম্যান বলেন, ভবিষ্যতে তালেবান কর্তৃপক্ষকে স্বীকৃতি দিতে পারে আমেরিকা। তবে, আফগানিস্তানের ক্ষমতাধর সংগঠনটিকে মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি অটুট রাখতে হবে।

তিনি বলেন, এক সময় ভিয়েতনাম সরকারের সাথে আমেরিকার কোনো ধরনের সম্পর্ক থাকাটাকে অসম্ভব বলে মনে করা হতো। কারণ, আমেরিকা ভিয়েতনামে সামরিক অভিযান চালিয়েছিল এবং পরে তারা ওই দেশ থেকে তাদের সেনা প্রত্যাহার করে। কিন্তু, এখন ভিয়েতনামের সাথে আমেরিকার একটি চমৎকার সম্পর্ক আছে।

তিনি আরো বলেন, আপনি কখনো এটা বলতে পারেন না যে তালেবানের সাথে আমেরিকার উষ্ণ সম্পর্ক থাকবে না। কিন্তু, তালেবানকে এ বিষয়টা প্রমাণ করে দেখাতে হবে যে তারা মানবাধিকারের মূলনীতিগুলোকে সমর্থন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img