শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

হজের নির্দেশনা পাওয়া যাবে বাংলাসহ ১০ ভাষায়

আসন্ন পবিত্র হজে বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে হাজিদের নির্দেশনা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ বছর হজ পালনের নির্দেশনায় একশত ৩৫ আলেম ও ইমামকে নিযুক্ত করেছে মন্ত্রণালয়। মোট ১০ ভাষায় হাজীদের হজ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বে থাকবেন তারা। বাংলা ছাড়াও আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু, হিন্দি, হাউসা, ইন্দোনেশিয়ান ও আমহারিক ভাষায় হাজিদের প্রশ্নের উত্তর ও হজের নির্দেশনা দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। এ বছর ১৮ জুলাই থেকে বার্ষিক হজ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

সূত্র : আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img