শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রথমবারের মতো হোয়াইট হাউসে ফিলিস্তিনী কর্মকর্তা নিয়োগ পাচ্ছেন

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার দীর্ঘদিনের সহকারী ফিলিস্তিনী বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিমা দোদিকে হোয়াইট হাউসের আইন প্রণয়নবিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন। তিনি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইরসাইলের দখলকৃত ফিলিস্তিনের হেবরন শহরের দুরা এলাকায় জন্ম গ্রহণ করেন। এর মাধ্যমে এই প্রথম কোন ফিলিস্তিনী হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন।

রিমাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে।

রিমা দোদি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন।

তিনি বিগত ১৪ বছর ধরে তিনি ইলিয়নের সিনেটর ডিক দুরবিনের সহকারী হিসেবে কাজ করে আসছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img