শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্বের কাছে নতি স্বীকার করব না; আফগানকে সহায়তা দিয়ে যাব: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করে আফগানিস্তানকে সহায়তা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

তিনি বলেন, আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখবে পাকিস্তান। এ ব্যাপারে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, আফগানরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী।

গত ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেসময় পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন মার্কিন মদদপুষ্ট প্রেসিডেন্ট আশরাফ গণি। এরপর সরকার গঠন করেছে তালেবান। এমন পরিস্থিতিতে পাকিস্তানসহ একাধিক মুসলিম রাষ্ট্র চাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দেয়। আফগান জনগনের দুর্দশার দিনে আমেরিকার জব্দ করা আফগান কেন্দ্রীয় ব্যাংকের জমাকৃত তহবিলও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই পাকিস্তান ধারাবাহিকভাবে তালেবানের নেতৃত্বাধীন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা করে যাচ্ছে। দেশটিতে মানবিক সংকট এড়াতে সহায়তা এবং সেখানে একটি আসন্ন অর্থনৈতিক ধস রোধে উন্নয়ন সহায়তা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img