শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

লিবিয়া ও তুরস্কের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

লিবিয়ার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

শনিবার (১২ জুন) ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের উদ্দেশ্যে লিবিয়া সফরে যান তিনি।

সফরে দেশটির মিলিটারি কর্মকর্তাদের সাথে সাক্ষাতের পর লিবিয়া টাস্ক গ্রুপ কমান্ড পরিদর্শন করেন তিনি।

টাস্ক গ্রুপ কমান্ড পরিদর্শনকালে সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তুরস্ক ও লিবিয়ার মধ্যকার দীর্ঘদিনের মজবুত সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে হুলুসি আকার বলেন, তুরস্ক যেমন লিবিয়দের স্বদেশ ঠিক তেমনি লিবিয়াও তুর্কীদের স্বদেশ।

তিনি বলেন, দুদেশের মধ্যকার অভাবনীয় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এখন থেকে অতুলনীয় গতিতে এগিয়ে যেতে থাকবে। লিবিয়ার ঐক্য ও অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে যা কিছু করা দরকার তুরস্ক তাই করবে। লিবিয়ায় তুরস্কের উপস্থিতির কারণ সবাইকে ভালোভাবে বুঝে নিতে হবে।

জানা যায় লিবিয়া সফরে প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু, চীফ অফ জেনারেল স্টাফ, জেনারেল ইয়াসার গুলার, চীফ অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হাকান ফিদান, যোগাযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন ও রাষ্ট্রীয় মুখপাত্র ইবরাহীম কালিনের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের তুর্কী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুশওগলু।

মূলত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দিকনির্দেশনাতেই আগামী সোমবার অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে আগে তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে লিবিয়া সফরে যান।

উক্ত সফরে দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবাহসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সাথে তাদের বৈঠক হয়েছে বলে এক টুইট বার্তায় জানান মেভলুদ চাভুশওগলু।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে লিবিয়ার বিদ্রোহী দল দেশ পরিচালনায় আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগ পর্যন্ত যৌথ নির্বাহী সরকার গঠনে একমত হওয়ার পর থেকে দেশটিতে ইতিবাচক উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে।

লিবিয়রা আশা করছে, ২০১১ সালে তৎকালীন প্রতাপশালী প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফীকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকে বছরের পর বছর চলতে থাকা গৃহযুদ্ধের অবসান ঘটাবে নির্বাচনে বিজিত নতুন সরকার।

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img