শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ : খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?

স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার ক্যাম্পাসে এসব কর্মসূচী পালন করেন তাঁরা। পরে শিক্ষার্থীরা পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?’, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হচ্ছে রাজপথে’, ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা নেওয়ার কথা বলে ডেকে এনে এখন হুট করে পরীক্ষা স্থগিত করা হলো। আমরা এ প্রহসন মানি না। দেশের সব কিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু পরীক্ষাই স্থগিত। রাজধানীর সাত কলেজের পরীক্ষা যদি চলতে পারে আমাদের নয় কেন? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কর্তৃপক্ষের কাছে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, করোনায় দীর্ঘ ছুটির পর গত বছরের ২২ ডিসেম্বর একাডেমিক কমিটির সভায় আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তে চলমান সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img