শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মির্জা ফখরুল পেট্রল ঢেলে কাউকে পুড়িয়ে মারতে পারেন, আমরা বিশ্বাস করি না: হানিফ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেট্রল ঢেলে কাউকে পুড়িয়ে মারতে পারেন- এমনটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে, সেই সন্ত্রাসীদের কাছে আজ মির্জা ফখরুল সাহেব অসহায়। তার মতো মানুষ পেট্রল ঢেলে কাউকে পুড়িয়ে মারতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তাকে এ কাজ করতে বাধ্য করা হয়েছে। কারণ, তারেক রহমানের নির্দেশ না মানলে তার পদ থাকবে না।

শনিবার (৯ অক্টোবর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান খান কায়সারের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিবের উদ্দেশে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব- আপনি সত্য কথা বলার অভ্যাস করুন। মিথ্যা আর বলবেন না। স্বীকার করুন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সত্য স্বীকারের মধ্যে লজ্জা নেই।

তিনি বলেন, এদেশের কিছু বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়। অথচ তারাও সরকারে ছিল, দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, এখন আবার সমালোচনায় ব্যস্ত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img