শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগান সরকারের সাথে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ নিয়ে আমেরিকার বৈঠক অনুষ্ঠিত

কাবুল থেকে স্থায়ীভাবে সেন্য প্রত্যাহারের পর এই প্রথম তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে আমেরিকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মানবিক সহায়তা ও গত বছর সই হওয়া ওয়াশিংটন-তালেবান সমঝোতা চুক্তির বাস্তবায়ন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আফগান প্রতিনিধিরা। আমেরিকা আফগানিস্তানকে করোনা টিকা সহায়তা দিতে রাজি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুথপাত্র বলেছেন, তালেবানকে আফগানিস্তানের নতুন শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এ বৈঠক হয়নি। বরং আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এটি অনুষ্ঠিত হয়েছে।

আফগান সরকারের প্রতিনিধিরা এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img