শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

করোনার মধ্যে নিষেধাজ্ঞা ভাঙলেই গুলির নির্দেশ কিমের

চলমান মহামারি করোনা ভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই পেতে হবে কঠিন শাস্তি।

রেডিও ফ্রি এশিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ নভেম্বর উত্তর কোরিয়ার এক নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধ থাকা সীমান্ত পেরিয়ে চোরাচালান চেষ্টার কারণে। ওই ব্যক্তি নিজের বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তার বিজনেস পার্টনার ছিলেন চীনের নাগরিক। প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়ার অন্য নাগরিকদের মধ্যে।

উল্লেখ্য, চীনের সঙ্গে ৮৮০ মাইল সীমান্তজুড়ে রয়েছে উত্তর কোরিয়ার। করোনা ছড়ানোর শুরু থেকেই সেই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের পর্যটকদের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কিম জং উনের দাবি উত্তর কোরিয়ায় কোনও করোনা আক্রান্ত নেই। অন্য কোনো দেশও এই সাফল্য দেখাতে পারেনি। তবে চীন থেকে হলুদ ধুলো ছড়ানো হচ্ছে।

উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে জনগণকে সতর্ক করা হয় যে হলুদ ধুলোর ঝড় করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img