শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আগামী সপ্তাহ থেকে গণহারে টিকা প্রয়োগ করবে রাশিয়া

আগামী সপ্তাহের শেষের দিক থেকে নিজ দেশে গণহারে সম্ভাব্য করোনার টিকা প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২ ডিসেম্বর) এক টেলি কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।

গত মাসে রাশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, দেশটির উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভি’র ট্রায়ালে ৯২ শতাংশ সফলতা এসেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি টিকাটি তৈরি করেছে। এর পরই সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা এলো। এ তালিকায় চিকিৎসা কর্মী ও শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে।

রাশিয়া আগামী কয়েক দিনের মধ্যে দুই লাখ ভ্যাকসিন উৎপাদন করবে। রুশ প্রেসিডেন্ট জানান, শিক্ষক ও চিকিৎসাকর্মীদের শরীরে প্রথমে এই টিকা দেয়া হবে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে পুতিন নির্দেশনা দিয়ে বলেছেন, এই পদ্ধতিটি এমনভাবে সংগঠিত করতে হবে, যাতে আগামী সপ্তাহের শেষের দিকেই বৃহৎ পরিসরে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হয়।

তবে এখন পর্যন্ত উৎপাদিত টিকা প্রাথমিক প্রয়োজন পূরণে সক্ষম হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img