শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অস্ট্রিয়ায় আবারও সারাদেশে পূর্ণ লকডাউন শুরু

করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইউরোপের দেশ অস্ট্রিয়ায় গত মধ্য রাত থেকে সারাদেশে আবারও পূর্ণ লকডাউন শুরু হয়েছে। এদিকে নতুন বিধিনিষেধের প্রতিবাদে চলছে ব্যাপক বিক্ষোভ।

অস্ট্রিয়ানদেরকে মধ্য রাত থেকে বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। অত্যাবশ্যক নয়, এমন সব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
মহামারি শুরু হওয়ার পর অস্ট্রিয়া এ নিয়ে চতুর্থবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিলো। এই লকডাউন ১০ দিন পর নতুন করে পর্যালোচনা করা হবে।

অস্ট্রিয়ায় এ পর্যন্ত ১০ লাখের বেশি লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে ১২ হাজারের বেশি।

এদিকে করোনা মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলে এর বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বিক্ষোভ সহিংস হয়ে ওঠেছে। সেখানে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সঙ্ঘর্ষও চালায়।

ইউরোপে করোনার সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে বাধ্য হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img