শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

ভারতের দিকে ধেয়ে আয়ছে ঘূর্ণিঝড়া নিভার। আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী, ২৫ নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণিঝড় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷

এনডিআরএফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে আর ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে ৷

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি উদ্ধার কাজের জন্য এনডিআরএফ মোতায়েন করা হয়েছে৷ এক এক দলে প্রায় ৩৫ থেকে ৪৫ জন থাকে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্মচাপ তৈরি হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে ৷ এরইমধ্যে ভারতের ওই রাজ্যগুলোর উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ ২৪ ও ২৫ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img