শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগান সংবাদমাধ্যমের সাথে কাজ করতে কমিটি গঠন করছে তালেবান

গত ১৫ আগস্ট বিনা রক্তপাতে কাবুল জয়ের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শাসন ক্ষমতা নিয়ন্ত্রণের পরপরই মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের কর্মকর্তাদেরসহ পুরো আফগান জনগণ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংগঠনটি।

১৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগনের জান-মালের নিরাপত্তাসহ ১০টি প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। তালেবানের কাবুল জয়ের পর আফগানিস্তানের দিকে বর্তমানে আন্তর্জাতিক সব সংবাদমাধ্যমের নজর রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে প্রতিদিনের খবর সরবরাহ করে আসছেন।

আন্তর্জাতিক দখলদার গোষ্ঠীগুলো যাতে আফগানিদের নিয়ে কোন গুজব ছড়াতে না পারে সে লক্ষ্যে আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোর সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তালেবান। এজন্য নিজস্ব স্বতন্ত্র জনসংযোগ কমিটি গঠন করতে যাচ্ছে তারা।

গত শনিবার (২১ আগস্ট) তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন সদস্যের এই কমিটিতে তালেবানের সাংস্কৃতিক কমিশনের এক প্রতিনিধি, মিডিয়ার নিরাপত্তা বিষয়ক সংস্থার এক উপপ্রধান এবং কাবুল পুলিশের এক কর্মকর্তা থাকবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img