শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবারও ইসলাম অবমাননার পক্ষেই কথা বলল ইমানুয়েল ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাকস্বাধীনতার নামে আবারও মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার পক্ষে কথা বলেছে।

সে দাবি করে বলেছে, বিদেশে সংকট তৈরি হচ্ছে এ কারণে ফ্রান্স বাকস্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার কারণে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের দিকে ইঙ্গিত করে ফ্রান্সের ইসলামবিদ্বেষী প্রেসিডেন্ট এ কথা বলে।

ক্লাসের স্কুলে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে এক শিক্ষককে হত্যা করার ঘটনায় ম্যাক্রন বলেছিল, ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনা থামবে না। এরপর গোটা মুসলিম বিশ্বেই ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এখনও বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই ইসলামবিদ্বেষী ম্যাক্রন তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করল।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে এ পর্যন্ত কয়েকবার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে শার্লি এবদো ম্যাগাজিন। তারা এটাকে বাকস্বাধীনতা বলে দাবি করছে। অবশ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বললে তখন সেটা আর বাকস্বাধীনতা থাকে না। আইনি পদক্ষেপ নেয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img