শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এক বছরের জন্য আজারবাইজানে শান্তিরক্ষী মোতায়েন করবে তুরস্ক

নাগোরনো-কারাবাখে আজারী জনগণের নিরাপত্তার জন্য তুর্কি সেনা মোতায়েন করতে সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা রজব তাইয়েব এরদোগানের পক্ষ থেকে সংসদে মোসন জমা দেওয়া হয়েছে।

সংসদে জমা দেয়া ওই মোসনে তুরস্কের সরকার আজারবাইজানের আপার কারাবাখ এলাকায় এক বছরের জন্য শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করছেন।

মোসনে বলা হয়েছে, সেনা মোতায়েন ওই অঞ্চলের মানুষের কল্যাণ ও তারা লাভবান হবে। এতে তুরস্কের জাতীয় স্বার্থও রয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনিশাফাক জানিয়েছে, মঙ্গলবার সংসদে মোসনটি নিয়ে ভোটাভুটি হবে।

২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।
নাগোরনো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের বেশি চলা যুদ্ধ বন্ধে ১০ নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়।

চুক্তির অনুযায়ী নাগোরনো-কারাবাখ ও আর্মেনিয়া-আজারবাইজান করিডোরে দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img