শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

কারাবন্দী আলেমদের মুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দেশব্যাপী দুআ দিবস পালিত

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দর মুক্তি কামনায় ঘোষিত দেশব্যাপী দুআ দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় এ দুআ কর্মসূচি চালিত হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে জানানো হয়েছে।

ঢাকা মহানগরী শাখার উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ
হোসাইন, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সভাপতি মাওলানা
হাসান জুনাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, ছাত্র মজলিসের সেক্রেটারী
জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মুহাম্মদ জাভেদ হোসাইন প্রমূখ।

সুমানগঞ্জ জেলায় দুআ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলা, সহ-সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ।

গাজীপুর মহানগর শাখার দুআ মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন প্রমূখ।

এছাড়াও সিলেট জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, নরসিংদী জেলা, কুমিল্লা পশ্চিম জেলা, কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন মসজিদে দুআ করা হয়েছে সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img