শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রতি ৩০ মিনিটে একজন স্বাস্থ্যকর্মীর প্রাণ কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস

মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৫ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ৭০ হাজারেরও বেশি। এই মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন বহু সংখ্যক স্বাস্থ্যকর্মী।

জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে প্রতি ৩০ মিনিটে একজন করে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী শুরুর পর থেকে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্মুখসারির যোদ্ধা হিসেবে সেবা দিতে গিয়ে তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে করোনায়।
এরমধ্যে বাংলাদেশে এ সংখ্যা ১৩১, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। যদিও স্বাস্থ্যকর্মীর মৃত্যুর এ তথ্য পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে অ্যামনেস্টি। অনেক দেশের তথ্যই সংযোজন সম্ভব হয়নি বলে জানানো হয়। এমনকি বেশ কিছু দেশ থেকে সঠিক তথ্যও পাওয়া যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img