শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে র‌্যাবের সহায়তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রূপগঞ্জের ভূলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত ৫শতাধিক পরিবারের মাঝে এই মানবিক সহায়তা দেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন কর্মী নিহত হন। এ ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে র‌্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি র‌্যাব এ ধরনের দায়িত্ব সব সময় পালন করে আসছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি তিনটি সংস্থা যথাক্রমে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

র‌্যাব ডিজি আরও বলেন, চলমান করোনা মহামারিতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে। র‌্যাব মানবিক বিপর্যয় রোধে আগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ আমরা হতাহত এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তার জন্য উপস্থিত হয়েছি।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img