শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিজেপি নেতাদের ইসলাম অবমাননার প্রতিবাদ জানিয়েছে ড. এনায়েতুল্লাহ আব্বাসী

বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালালাম- এর আরশচুম্বি মর্যাদাকর শানের বিরুদ্ধে ভারতের ক্ষমাতাসীন উগ্রবাদী দল বিজেপির দুইজন মুখপাত্র নূপুর শার্মা ও নবীন জন্দালের অবমাননা মূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাহরীকে খতমে নবুয়্যাত বাংলাদেশ-এর আমীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

তিনি বলেন, আমি একজন মু’মিন মুসলমান হিসেবে আমার সংগঠন ও বাংলাদেশের ১৪ কোটি মুসলমানের পক্ষ থেকে এই ধৃষ্টতা ও বেয়াদবী মূলক কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করছি। এই ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ভারতের মুসলিম জনতা বিক্ষোভ প্রদর্শন করলে ভারত সরকার তাতে পাত্তা দেয়নি। আরব দেশগুলোর ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার চাপ প্রদান ও আরব ব্যবসায়ীগনের “বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট” আন্দোলনের কারনে ভারত সরকার নতি স্বীকার করে তাদের দুই কুলাঙ্গার নেতাকে বহিষ্কার করতে বাধ্য হয়।

আজ মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ডক্টর সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ভারত সরকারের উচিত অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা নতুবা শুধু ভারতের মুসলমান নয়, বাংলাদেশের মুসলমানগণও রাগ, ক্ষোভ ও প্রতিবাদে রাজ পথে নেমে আসতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, বাঙ্গালী জাতির নীতি নির্ধারক ও অভিভাবক হিসেবে বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করা এবং সংসদে নিন্দা প্রস্তাব এনে রাষ্ট্রীয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের ঘৃণা ও প্রতিবাদ করা। এবং যতক্ষণ পর্যন্ত ভারত সরকার অভিযুক্তদেরকে শাস্তির আওতায় না আনবে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাইবে তাদের সাথে রাজনৈতিক, কূটনৈতিক ও ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করা।

পরিশেষে বাংলাদেশের উলামায়ে কেরামগনকে নিশ্চুপ না থেকে এ ধরণের বেয়াদবি মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করার আহবানও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img