শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ; নিহত বেড়ে ৫

গাজীপুরের কালিয়াকৈরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (৩১শে জুলাই) মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখবাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া এলাকার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২) ও একই থানার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭), যশোর জেলার ঝিকরগাছা থানার দহর মাঞ্জড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) রাহাত আকন্দ।

তিনি জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া ইতিহাস পরিবহনের বাসটি মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য ৩ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img