শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার ফলে দেউলিয়া হয়ে গেছে কানাডার প্রতিরক্ষা কোম্পানি

সিরিয়া ও আজারবাইজানে তুরস্কের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল কানাডা। তবে এই নিষেধাজ্ঞার ফলে তেলেমাস সিস্টেমস ইনক নামের কানাডারই একটি প্রতিরক্ষা কোম্পানি দেওয়ালি হয়ে গেছে।

লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়।

জানা যায়, তেলেমাস সিস্টেমস ইনক কোম্পানি গত আগস্টে নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করেছে। কোম্পানিটি বলছে ২০২০ সালে তুরস্কের ওপর কানাডা সরকারের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার কারণে তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) মতো গুরুত্বপূর্ণ গ্রাহক হারিয়েছে তারা।

ওই কোম্পানি সামরিক ড্রোন টিএআই আনকার জন্য তুরস্কের গ্রাহকের কাছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম বিক্রি করত।

এ বিষয়ে কেপিএমজির একটি প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ওপর সরকারের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কোম্পানির পক্ষে কোনো ধরনের মুনাফা অর্জন সম্ভব ছিল না। চলতি বছরের ৩১ জুলাই কার্যক্রম বন্ধ করার আগে ২০২০ সালে কোম্পানির তিন লাখ ৬০ হাজার ডলার ও ২০২১ সালে ১.১ মিলিয়ন মার্কিন ডলার নিট ক্ষতি হয়েছে।

এদিকে তুরস্কের এক কর্মকর্তা জানান, তারা আগেই কানাডাকে অস্ত্র নিষেধাজ্ঞার পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। আমাদের আশা, কানাডার নতুন সরকার দূরদর্শী হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img