শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কতটা ক্ষতিকর?

যুগ পরিবর্তন হয়েছে, সেই সাথে পাল্টে যাচ্ছে মানব জীবনের আচার-আচরণ আর চিরচারিত অভ্যাসগুলো। জীবন ব্যবস্থাকে সহজ থেকে আরও সহজ করতে আবিষ্কার করা হচ্ছে নানা প্রযুক্তি। তবে স্বাস্থ্য নিরাপত্তার প্রশ্নে বিভিন্ন সময় সেই প্রযুক্তির বিরুদ্ধে তৈরি হয়েছে হরেক কিসিমের প্রশ্ন। কোন কোনটার উত্তর পাওয়া গেলেও বেশিরভাগ প্রশ্নের উত্তর মেলেনি আজও। তেমনি এক প্রযুক্তিগত পরিষেবার নাম “মোবাইল টাওয়ার”।

বর্তমান সময়ে সবারই চাই দ্রুত, ভরসাযোগ্য নেটওয়ার্ক পরিষেবা। কিন্তু দেশজুড়ে ছড়িয়ে থাকা মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশন বা বিকিরণের মাত্রা কতটা ক্ষতিকর হতে পারে – সেই নিয়েও মানুষের মধ্যে আশঙ্কার কমতি নেই! সময় ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নেটওয়ার্ক পরিষেবা যত উন্নত হয়েছে কিংবা যত সেল টাওয়ারের সংখ্যা বেড়েছে, ততই অভিযোগ উঠেছে যে স্থানীয় অঞ্চলে পাখির সংখ্যা কমে যাওয়া, শারীরিক সমস্যা, গাছের নানা ধরণের রোগ দেখা দেওয়ার মত ঘটনার পিছনে রয়েছে মোবাইল টাওয়ারের রেডিয়েশন।

তবে এর আগে বিশেষজ্ঞরা বহুবার বলেছেন যে, দেশের টাওয়ার রেডিয়েশন নিরাপদ মাত্রার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যার থেকে পরিবেশের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাতেও সাধারন মানুষের মনে ভীতি খুব একটা কমেনি। সেক্ষেত্রে, ভারতের টেলিযোগাযোগ অধিদফতর (DoT)-এর কর্ণাটক লাইসেন্স সার্ভিস এরিয়া (LSA ) ভিত্তিক একটি শাখা জানিয়েছে যে মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকিরণ নিয়ে অযথা চিন্তার দরকার নেই। মোবাইল টাওয়ারের রেডিয়েশন সংক্রান্ত এই ধরণের যাবতীয় উদ্বেগ এবং প্রচারের বেশির ভাগই ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।

একটি বিবৃতিতে, দেশের টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার ক্যাটাগরি ১ (IP – 1) প্রতিনিধি TAIPA অর্থাৎ টাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বলেছে যে, বহু ক্ষেত্রেই ব্যবসায়িক স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টেলিকম টাওয়ার বা মোবাইল ফোনের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) সম্পর্কে ভ্রান্তিমূলক উদ্বেগ সৃষ্টি করা হয়েছে; বেশির ভাগ ক্ষেত্রেই এই রেডিয়েশন থেকে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হওয়ার বিষয়ে যে প্রচার করা হয়েছে বা হচ্ছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এক্ষেত্রে, এই প্রচলিত ‘মিথ’ বা জনশ্রুতি থেকে যাতে মানুষের মনে ভীতি উৎপন্ন না হয় সেজন্য একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করেছে কর্ণাটক এলএসএ (LSA)।

এছাড়াও বলা হয়েছে, ভারতের নেটওয়ার্ক পরিষেবার জন্য নির্ধারিত ইএমএফ (EMF) রেডিয়েশনের সীমা বা নিয়ম, ইন্টার-ন্যাশনাল আয়নাইজড রেডিয়েশন প্রোটেকশন (ICNIRP) দ্বারা নির্ধারিত সীমা থেকে ১০ গুণ বেশি কঠোর এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর নির্দেশনা মেনে চলে। কর্ণাটকের এলএসএ-এর উপদেষ্টা এইচ কে ভার্মা এই বিষয়ে বলেছেন যে, মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে মানুষের স্বাস্থ্যের ওপর কোনো ক্ষতিকারক প্রভাব পড়েছে এমন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

গবেষণাটি হয়েছে ভারতে। তাই হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে মোবাইল টাওয়ার থেকে নির্গত হওয়া রেডিয়েশন কতটা ক্ষতিকর?

এই প্রসঙ্গে বলে রাখি, বিশ্বের অনেক দেশেই ২৫,০০০-এরও বেশি সমালোচক উক্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা এবং গবেষণা করেছেন কিন্তু এখনো পর্যন্ত মোবাইল টাওয়ারের রেডিয়েশন থেকে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতিসাধনের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাই অহেতুক আশঙ্কা করার আগে অবশ্যই এই ধরণের প্রচারের বৈজ্ঞানিক ভিত্তি জানার চেষ্টা করা উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img