শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভারতে আসাদউদ্দিন ওয়েসির বাড়ি ভাঙচুরের দায়ে ৫ হিন্দু সেনা গ্রেফতার

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপির দিল্লির সরকারি বাসভবনে ভাঙচুর করা হয়েছে। এতে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) হিন্দি সংবাদমাধ্যম ‘আজতক’ এ তথ্য জানিয়েছে।

আজতক জানায়, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দিল্লির অশোকা রোডে অবস্থিত মিম প্রধান ও হায়দারাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েসির সরকারি বাসভবন ভাঙচুর করা হয়। এ সময় তাঁর বাড়ির বাইরে নেমপ্লেট, ল্যাম্প এবং জানালার কাচ ভেঙে দেয় দুর্বুত্তরা।
তবে হামলার সময় আসাদউদ্দিন ওয়েসি তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭, ১৮৮ এবং সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধ আইনের ৩ ধারার অধীনে সংসদ মার্গ থানায় মামলা দায়ের করা হয়েছে।

হিন্দু সেনার রাজ্য সভাপতি ললিত কুমার বলেন, তারা ওয়েসির বাসায় গিয়ে তাঁকে ‘সবক’ শেখাতে গিয়েছিলেন কারণ তিনি তাঁর সমাবেশে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন।

অন্যদিকে ভাঙচুর প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়েসি বলেন, মানুষের মধ্যে মৌলবাদী তৎপরতা বেড়েছে এবং এর দায়ভার ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বর্তায়। যদি একজন এমপির বাড়িতে হামলা হয়, তাহলে গোটা দেশ ও বিশ্বের কাছে কী বার্তা যাচ্ছে?

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নামতে চলেছে ওয়েসির দল ‘মিম’। দলটি রাজ্যের ১০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দলের প্রধান আসাদউদ্দিন ওয়েসি খুবই সক্রিয় রয়েছেন এবং রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা করছেন। হিন্দুত্ববাদীদের অভিযোগ, সভা-সমাবেশে ওয়েসি উত্তেজক বক্তব্য দিচ্ছেন। তাঁর এ ধরণের বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img