শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জার্মানিতে মাস্ক পরতে বলায় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

জার্মানিতে মাস্ক পরতে বলায় পেট্রল স্টেশনে কর্মরত এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে এক গ্রাহক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় ইডার-ওবারস্টেইন শহরে এ ঘটনা ঘটে। তবে তা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

জানা যায়, জার্মানির সব দোকানেই মাস্ক পরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু সরকারি নিয়ম অমান্য করে মাস্ক না পরেই দোকানে গিয়েছিলেন ওই ক্রেতা। তাই মাস্ক পরে সেবা নিতে বলেছিলেন নিহত হওয়া ২০ বছর বয়সী ওই কর্মী। এ নিয়ে বিক্রেতার সঙ্গে রাগারাগির এক পর্যায়ে তিনি দোকান থেকে বেরিয়ে যান। পরে ওই ক্রেতা মাস্ক পরে ঘণ্টাখানেক পর আবারও ফিরে আসেন। তিনি ছয় প্যাক বিয়ার নেন এবং মাস্ক খুলে আবারও ঝামেলা শুরু করেন।

প্রসিকিউটর কাই ফুরমান বলেন, অপরাধী একটি রিভলবার বের করে সরাসরি বিক্রেতার মাথায় গুলি করেন।

এ ঘটনার পর ৪৯ বছর বয়সী ওই জার্মান নাগরিক নিজেই পুলিশ স্টেশনে যান। তাকে গ্রেফতার করা হয় এবং তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে পুলিশকে বলেন, করোনা ভাইরাসের কারণে বিধি-নিষেধে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। ক্রমাগত তার অধিকার লঙ্ঘন হচ্ছে বলে তার মনে হয়েছে। এতসব বিধি-নিষেধে তিনি বেশ বিরক্ত হয়ে পড়েছেন এবং এতে তার কোনো উপায় ছিল না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img