শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সাবমেরিন চুক্তির জের ধরে ব্রিটেনের সঙ্গে সামরিক বৈঠক বাতিল করলো ফ্রান্স

অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তি নিয়ে অসন্তুষ্ট ফ্রান্স। এর জের ধরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সাথে একটি পূর্বনির্ধারিত সামরিক সংলাপ বাতিল করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার (২০ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তার কিছু নেই। কিন্তু এই সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর ফ্লোরেন্স পার্লির বৈঠক বাতিল করা হয়েছে।

দুইদিনের ওই আলোচনার সহ-সভাপতি হওয়ার কথা ছিল ফ্রান্সে থাকা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড রিকেটসের। তিনি নিশ্চিত করেছেন, বৈঠকটি পরবর্তী তারিখের জন্য স্থগিত করা হয়েছে।

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য অস্ট্রেলিয়া অকাস চুক্তিতে সই করার পর প্যারিস ক্ষুব্ধ হয়। কারণ এই চুক্তির কারণে ফ্রান্সের সাথে একটি বড় সাবমেরিন ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img