শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পাকিস্তানে ১৫শ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

পাকিস্তানের পেট্রোকেমিক্যাল খাতে ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে পাকিস্তানের বন্দর নগরী গোয়াদার থেকে চীন পর্যন্ত সুদীর্ঘ একটি জ্বালানি পাইপলাইন তৈরির প্রকল্পও।

রোববার (১৯ সেপেটম্বর) পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা এপিপি এ তথ্য জানিয়েছে।

তবে এখনো নিশ্চিত করা যায়নি এসব বিনিয়োগ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের অংশ কি না। সিপিইসির অধীনে পাকিস্তানে ছয় হাজার কোটি ডলারের বেশি ব্যয়ে বিভিন্ন উন্নমূলক কাজ করছে চীন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) সঙ্গে আলাপকালে পাকিস্তান বিনিয়োগ বোর্ডের সচিব ফারীহা মাজহার জানিয়েছেন, দেশটির পেট্রোকেমিক্যাল খাতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত চীনের বেশ কিছু প্রতিষ্ঠান।

তিনি জানান, পাকিস্তানে চীনা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। চীনা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানে জ্বালানির পাশাপাশি কৃষি, পর্যটনসহ অন্যান্য খাতেও বিনিয়োগ করবে বলে আশাপ্রকাশ করেন এ কর্মকর্তা।

চীনের সিপিইসি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের গোয়াদার বন্দর। দুই দেশের মধ্যে তেল-গ্যাস সরবরাহ পাইপলাইনের শেকড় ওই বন্দরে। তবে ওই পাইপলাইনটির একটি অংশ পাকিস্তানশাসিত কাশ্মীরের ভেতর দিয়ে যাওয়ায় তা নিয়ে আপত্তি রয়েছে ভারতের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img